• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯

শিক্ষা

প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করবে- এ্যাপস “স্মার্ট এডুকেশন কিশোরগঞ্জ”: জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুলাই ২০২৩

আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন- স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ শুরু হয়েছে। ডিজিটাল বাংলাদেশ যেমন এখন আর স্বপ্ন নয় বাস্তব। আগামীতে বাংলাদেশও হবে বাস্তবের স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে “স্মার্ট এডুকেশন কিশোরগঞ্জ” এ্যাপসটি কাজ করবে। কিশোরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার শিক্ষার্থীদের উপস্থিতি, মনিটরিং ও শিক্ষার মানোন্নয়নে উদ্ভাবিত "স্মার্ট এডুকেশন কিশোরগঞ্জ" এ্যাপসটি সফলতা আনবে বলে আমার প্রত্যাশা। এছাড়া এ এ্যাপসটি কিশোরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করে তুলবে। শিক্ষার্থীর উপস্থিতি, অনুপস্থিতি, পরীক্ষার ফলাফল অটোমেটিক শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে যাবে এ এ্যাপসটির মাধ্যমে। ফলে এ্যাপসটির মাধ্যমে গুণগত প্রাথমিক শিক্ষার মাইলফলকে পৌছবে কিশোরগঞ্জ উপজেলা। তিনি “স্মার্ট এডুকেশন কিশোরগঞ্জ” এ্যাপসটির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
উপজেলা পরিষদ হলরুমে এ্যাপসটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রশিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গণি, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় তিনি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সর্বস্তরের মানুষ এবং গণ্যমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।
এর আগে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ পুটিমারী ইউনিয়নে একটি রাস্তা সলিংকরণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম প্রমুখ।
পরে তিনি পুটিমারী ইউনিয়নের শ্মশানবাজার সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের ২ শ’ ৪০ টি চারা বিতরণ এবং আশ্রয়ণ প্রকল্পে নিজ হাতে জেলা প্রশাসক বৃক্ষরোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) সানজিদা রহমান, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেরা অতিরিক্ত কৃষি অফিসার তুষার কান্তি রায় প্রমুখ।
এছাড়া তিনি পুটিমারী ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপন করেন। এর আগে তিনি পুটিমারী ইউনিয়ন পরিষদ ও পুটিমারী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। 
এছাড়াও তিনি কিশোরগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস ও দু’টি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। মঙ্গলবার (১০ জুলাই) দিনব্যাপি তিনি এসব প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads